কবিতা- তুমুল একটা যুদ্ধ হোক | নিলুফার জেসমীন রুমা

 

তুমুল একটা যুদ্ধ হোক 
নিলুফার জেসমীন  রুমা

ভাবছি কখনোই আর অতীত ঘেটে দেখবো না
যেখানে বিজয়ের সাথে নৃশংস বর্বরতার ইতিহাস 
লেখা আছে! 
বর্তমানে ডুবে থাকতেও একধরনের ভয়ংকর 
অরুচি, সবখানে-ই কেবল দুর্বৃত্তের প্রতিচ্ছবি!
ভবিষ্যতের কথা তেমন করে আর ভাবতেও 
পারছি না, 
কে জানে নিজেকে ভেঙ্গেচুরে কোনোদিন 
আবার জাগিয়ে তুলতে পারবো কি-না ? 

সময় যতো গড়ায় মিথ্যেরা ততোই অতিক্রম 
করছে সত্যের বলয়!
নির্লজ্জ বিবেকহীন মানুষগুলো এক কাতারে 
দাঁড়িয়ে স্বপ্ন গুলোকে দুঃস্বপ্নে পরিণত করার 
কী কূৎসিত অপচেষ্টা!

মীরজাফরের মৃত্যু নেই, মৃত্যু নেই ঘসেটি বেগমেরও।
কাল থেকে কালান্তর অংকুরিত হয় নব-নব  
বিশ্বাসঘাতক!  
আবারও একটা যুদ্ধ হোক, তুমুল যুদ্ধ......

রাজাকার, আলবদর, আলশামস বাহিনীর সমস্ত 
কূট কৌশল গুড়িয়ে দিতে, যদি হঠাৎ আবার 
কোনো বুলেট কিংবা কোনো আগ্নেয়াস্ত্র থেকে 
ফরফর করে বেরিয়ে আসতো রাশি রাশি 
তাজা গুলি, যদি অকাতরে ধ্বংস হয়ে যেতো 
যত্তসব অবাঞ্চিত ষড়যন্ত্র!

তবে সেদিন সত্যিকারের মুক্তির স্বাদ পেতো এই 
ভূখণ্ড! এবং 
নতুন করে বেঁচে উঠতাম হয়তো-বা আমিও

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”