কবিতা- মদিরা শূন্য ভিটা | মুহাম্মাদ আমির হোসেন
মদিরা শূন্য ভিটা
মুহাম্মদ আমির হোসেন
কী যে অমানিশা নিশাকরে থাকে না দিশা
প্রেম মগ্ন জলে আটকে আছে পৃথিবীর সুন্দর
নেশাভরে প্রেম ধরায় হেরেম আঁধারে ডুবে অলিন্দর
তারপর তুমি আমি বোধিত বোধনের রয় অমানিশা।
পৃথিবী চেয়ে থাকে তার হৃষ্টপুষ্ট দিবাকরি প্রেম
ঘাসের শিশির শুষে বায়বীয় ফিরে যায় অলি
গোপন সঙ্গমে তার ভ্রুণরেণু ফোটে কিভাবে বলি?
হাজারো নক্ষত্রের ভিড়ে ছুটে চলে একাকী খোঁজে শ্যাম।
অবাধ মেলামেশায় তুমি আমি স্বর্গের প্রেরিত দূত
কি কথা এসে বলে মদির মধুকরে প্রেমজলে সিক্ত
কোথায় ভরসা তার তারপর তোমারে আমারে করে রিক্ত
কি কথা বলে বাতাস ফুলেরা হেলেদুলে রয় অগ্রদূত।
তার সাথে সন্ধি হলে ফুলে ফুলে জমে মধুকর
প্রেমসিক্ত মায়া ডোরে বেঁধে চলন্ত স্রোতে বহমান
আরশ কাঁপিয়ে ছুটে তার প্রেম ফিরে পায় প্রাণ
নিশিদিন আরাধ্য প্রেম আলোজল শূন্যে তুলে ধর।
হেলায় হেলায় যাওয়া দিনপুঞ্জ ফেলে রেখাপাত
বোধের বাসর ঘরে কে বাঁচে কে মরে? আহারে মরণ!
তুমি আমি বিশ্বলয়ে প্রেমের মদিরায় রাখি না স্মরণ
তুমি ছিলে প্রেমে মগ্ন, দেখিনি রাখিনি সেই দৃষ্টিপাত।
বাতাস যায় গুনগুনিয়ে প্রেমের সুরভী ফেলে হায়
দাগাঙ্কিত সাগর জলে সে বাতাস দেয় গর্জন
কান পেতে রই কি কথা হবে সই? কিছু নেই অর্জন
মদিরা শূণ্য ভিটা হাহাকারে জ্বলে চিতা কোন অভিপ্রায়।
Post a Comment