কবিতা- আজম্মা ক্রীতদাস | সিকানদার কবীর

 

আজম্ম ক্রীতদাস
সিকানদার কবীর

মাতৃজঠর থেকে ভূমিষ্ট হয়েই জেনেছ, তুমি অবাঞ্ছিত এক মানবশিশু-তোমার পায়ের নিচে মাটি নেই- শূন্যে কান্না ভাসছে কোন 
ঝ'রে পড়া পাতার;
তোমার ক্ষুধার অন্ন নেই,পরার বস্ত্র নেই,
মুখের হাসি নেই - 
যেমন ছিল না তোমার পিতা-তোমার পিতামহ কিংবা তারও পিতার;

আমরণ কষ্টে ও অভাবে বড় হবে তুমি- যেন বেছে নিয়েছ অনাহারক্লিষ্ট জড়া,রোগশোক ও পীড়াগ্রস্থ 
                            যাপিত জীবন; 
যেন তুমি রাষ্ট্রের, সমাজের,বিত্তবানের আজন্ম ক্রীতদাস-নিগড়ে বন্দি, তোমার জন্যই দুর্বিষহ
                           শাসন শোষণ

 এভাবেই শ্রেণি বৈষম্যের যাঁতাকলে  
 পিষ্ট হবে চিরকাল তুমি-তোমার সন্তান
               এবং সন্তানের সন্তান;
কোন চোখকানা ঈশ্বর লিখেছে এমন ললাটের লিখন!
অথচ প্রতি ইঞ্চি মাটিতে ছিল তোমার 
সম অধিকার-ছিল সম্পদে সম বন্টন; 
কথা ছিল,সব ঐশ্বর্য,সুখ এবং হাসি 
             ভাগ হবে সমানে সমান।



No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”