গান- বিন্দু থেকে সিন্ধু সৃষ্টি | আবুল কাশেম

 


বিন্দু থেকে সিন্ধু সৃষ্টি
আবুল কাশেম

মানুষের ভিতরে মানুষ বাড়িতেছে অনুক্ষণ, 
বিন্দু থেকেই সিন্ধু সৃষ্টি ভেবে দেখরে পাগল মন।।

বিন্দুতে বিন্দু মিলিয়া 
মায়েরই উদরে গিয়া
মাংসপিণ্ড তৈরি হলে আত্মা করে সমর্পণ।। 
মানুষের ভিতরে ------------- ------------- পাগল মন।।

রক্তমাংসে গড়ে দেহ
বুঝে না রহস্য কেহ
তার ভিতরেই মূল কারিগর বিরাজমান সারাক্ষণ।। 
মানুষের ভিতরে ------------- ------------- পাগল মন।। 

রহস্যময় ওই জগতে 
পৌঁছে নে কেউ কোনমতে 
সবকিছুই গোপনে ঘটে স্বার্থ দিয়ে বিসর্জন।। 
মানুষের ভিতরে ------------- ------------- পাগল মন।।

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”