কবিতা- নীলাদ্রি | শাহজাদা রিদওয়ান

 

নীলাদ্রি
শাহজাদা রিদওয়ান

জরাজীর্ণ এই ক্লান্ত হৃদয়ের প্রতিটা কোণে ,
তোমায় রেখেছি আমি অতি যতনে।
তুমি আমার দারুণ ভাল লাগা এক মানচিত্র,
শীতলের রূপ গ্রহণ করে ঐ খরার রৌদ্র।
ভূপৃষ্ঠের সেরা সৌন্দর্য দেখি তোমার চোখে,
অকল্পিত সুখ অনুভব করে এ অশান্ত  বুকে।
রাঙ্গানো হাত মানচিত্রের বুকে, 
চেয়ে থাকে অশান্ত চোখ ভাল লাগার সুখে।
কাশ্মীরের সৌন্দর্য বিলীন হয় হাসির মিলন ভূমিতে, 
মুক্তা ঝরে তোমার অনিন্দ্য সুন্দর হাসিতে।
তোমার কন্ঠ যেন কোকিলের কলতান,
তুমি আমার প্রিয় পাহাড়ি দুলহান।

প্রিয় মানচিত্র আমার অপরূপ এক নীলাদ্রি, 
হিমেল হাওয়ায় তুমি আমার সুখের শতাব্দী।

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”