কবিতা- রুপান্তরে | মুসলিম খাঁন

 

রুপান্তরে
মুসলিম খাঁন

একদা আমিও ভাই ছিলাম
তোমাদেরই মত নওজোয়ান
ঘুরাতাম ধরে ঘোড়ার লাগাম
নিমিষেই থামাতাম বৈশাখী তুফান।

শক্তিতে হতাম রাজা-মহারাজা
কুর্ণিশ করত দাঁড়িয়ে মূর্খ প্রজা
মোর অপরাধে ওরা পেত সাজা
ওরা থাকত ভূখা আমি খেতাম গজা।

ভেবেছিলাম রাখবোনা চোর গুন্ডা
ঠান্ডা মেরে সবগুলোই করব ঠাণ্ডা 
ভাঙ্গব কারাগার বানাব পান্হশালা
চোর-সাধু সব একত্রে ঘুমাবে গাছতলা।

এখন যখন বয়স চলছে বেয়ে ভাটি
কথাবার্তা চালচলনে হতে চাই খাঁটি
ধূলোবালি গায়ে মেখে চুমু খাই মাটি
ভুলেই গেছি কখনও চলতাম পরিপাটি।

শুইলে সন্ধ্যায় ঘুম আসে নিশীথকালে
ভালোবাসার মানুষরাও যায় দুরে চলে
ক্ষণিকেই শত্রু হই সত্য কথাটি বললে
একদার বীরবিক্রম দেহটা এখন নড়বড়ে।



No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”