কবিতা- বৃষ্টি তোমাকে চাই | সেলিনা সুলতানা শেলি
বৃষ্টি তোমাকে চাই
সেলিনা সুলতানা শেলি
বৃষ্টি তুমি কোথায় গেলে
আসবে কবে ফিরে,
বড্ড বেশি কষ্টে আছি তোমায় ছারা নীড়ে।
তোমার জন্য হাহাকার করে,
লাখো বাংগালী কাদঁছে ঘরে বাইরে।
রোদের তাপে ঘুরছে মাথা
অসুস্থতা বাড়ছে দিনে দিনে,
রোদেরা তোমায় বন্ধি করেছে
কোন অজানা কারাগারে আল্লাহ মহান জানে।
ফিরে এসে কালো মেঘে ডেকে দাও
রোদভরা এ আকাশটাকে,
ঠান্ডা বাতাস ছড়িয়ে দাও
ভিজিয়ে দাও কাটফাটা ঐ রোদে পোড়া জমিনটাকে।
তাপদাহে পুড়ছে মাটি পুড়ছে গাছপালা,
জনমানব অশস্বতিতে ভুগছে সারাবেলা।
কাজ কর্মে ব্যাগাত হচ্ছে,
তাপদাহে শরীল পুড়ছে।
খাওয়া দাওয়ায় নেই তো রুচি,
জনজীবন আজ অতিষ্ঠ সর্বসুচি।
ফিরে এসো তুমি তোমার ঐ রহমতের পানি নিয়ে,
তোমার জন্য কাদঁছে মানুষ লাক্ষো হাত তুলে দিয়ে।
সকলে মোরা তুলি দুই হাত করি মোনাজাত
হে রহম রহিমান,
মেঘ দাও বৃষ্টি দাও পানি দাও তুমি
হে মহান মহিয়ান।
Post a Comment