কবিতা- হৃদয়ের ভিতর অরন্য কাপে | হাশেম খাঁন

 

হৃদয়ের ভিতর অরন্যে কাপে
হাশেম খাঁন

আজকাল হৃদয়ের ভিতর অকারণ  অরন্যে কাপে, আর অযথা  হৃদয়ের জলাশয়ে সাঁতার কাটে একটি নিঃসঙ্গ নদী,  হৃদয়ের নিজস্ব দীঘিতে শৈল্পিক আবেগ ছড়িয়ে ছিটিয়ে  পড়ে বিষন্ন ঢেউ,  
আর একটি নিস্তব্ধ নিরবতা অস্তিত্বের  পাঁজরে করে অকারণ বসবাস।

 আমার বোধহয় কারো কাছেই কিছু পাওয়া নেই
  স্পর্শ হীন চলছে জীবন,   বিরহের ঢেউ গুনছি অকারণ,
মাঝে মধ্যে আমি নিজের কাছে নিজেই যখন একা হয়ে যাই
  একটি  নিঃসঙ্গ নদীর কাছে যাই, আমার নিজস্ব   একান্তই কিছু  কথা নদীর সাথে ভাগাভাগি করি নদীকে বলি
 নদী  শুধুই অকারণ ফিরিয়ে দেয়।

আমার একান্ত নিজস্বতা হারিয়ে ফেলেছি সারাক্ষণ 
 বিষাদ ছুঁয়ে আছে,  জীবন যেন উনুনের তীব্র আঁচে  কুঁকড়ে  যাওয়া কাগজের টুকরো,  ক্রমাগত যথারীতি জীবন পার্থক্যে সূত্র অহেতুক খুঁজছে,  ডোবে যাওয়া তরঙ্গিত  ক্রমাগত  পাকের আবর্তে।

জীবনটা যেন অলৌকিক রাএির দূপুরে খাবি খাচ্ছে এখনও
 স্মৃতির নির্জনতায় অস্তিত্বের তটে এখনও  সুখ খুঁজে অযথা, শিল্পী এখনও অবাক বিস্ময়ে  আকাশের সিঁড়ি বেয়ে খুঁজে শব্দহীন চাঁদ,  শিল্পির কারুকাজে বিচিত্র আঁকি ঝুকিতে জীবনের মানে খুঁজে এখনও, সূর্য্যাস্তের  ডোবে যাওয়া চৈএসন্ধ্যায়।

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”