কবিতা- তোরই অপেক্ষার প্রতিশ্রুতিতে | হাশেম খান

 

তোরই অপেক্ষার প্রতিশ্রুতিতে
হাশেম খান

এই যে তোরই অপেক্ষার  প্রতিশ্রুতিতে আমি সারাক্ষণ তলিয়ে যাচ্ছি,
 নৈরাজ্যের অতৃপ্তির কারাগারে, 
 তরঙ্গিত লোনা ঢেউ জলের হেঁচকা  টানে ডুবে যাচ্ছি নৈরাজ্যের  অতল গভীরে।

 যদিও সারাক্ষণ হৃদয়ের দীঘিতে শৈল্পিক আবেগের ঢেউ তুলছিস এখনও 
 আর আমিও অজানা আশংকায় দাঁড় টানছি অজানা পাথারে। 

যদিও একরোখা অভ্যাস  হৃদয়ের গহীন স্পন্দনে কোমল নিঃশ্বাস এখনো উঠানামা করছে ,  
অবসন্ন চেতনায় প্রহরে প্রহরে এখনও  আজও অবিরাম  তোরই সান্ত্বনার বানী শুনছি।

যদিও আমি এখন ক্লান্ত 
অস্তিত্বের তটে এখনও সান্ত্বনার নোঙর ফেলছিস,
 যদিও এখনও তরঙ্গিত ঢেউ জল আশাহত,
 বিভক্ত হৃদয়ে   প্রত্যহ ভেঙে ভেঙে সমাপ্তি গুটিয়ে ফেলছে।

বল   কি করে এখনও তোর অনাকাঙ্ক্ষিত  আশায় পথের আশায় থাকি বিছানা পাতি এখনও আশাহত  জলের শয্যায়।

যদিও আমি এখনও তোর মধ্যে কোন  সম্ভবনা দেখিনা তবু্ও তোর সান্ত্বনার ঢেউ লেগে আছে, 
 অনন্তের ঢেউ স্রোত বয়ে যাচ্ছে  নিরুদ্দেশ, 
 উজান ভাটির টানে ভেসে যাচ্ছে গোধূলির অকালসন্ধ্যায়।

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”