কবিতা- শির্ক করে | নূরুল হক খান মাস্টার

 

শির্ক করে
নূরুল হক খান মাস্টার

কখন হবে কিসে মঙ্গল
সবকিছুই তো জানেন তিনি
নিজ ইচ্ছাতেই বাঁচাতে সৃষ্টি
হুকুম দিয়ে রেখেছেন তিনি।

লাভ হবেনা হাত উঠিয়ে
পীর মৌলভীর লেবাস পরে
নেচে গেয়ে চাল উঠিয়ে
শির্ক করে খিচুড়ি খেয়ে।

চাইলেই নাহি যাবে পাওয়া
দিন ক্ষণ না আসিলে
ভুলে ভরা দেহ নিয়ে
শুদ্ধ রূপের ভাব দেখালে।

সকল কিছুই আছে প্রস্তুত
সদা হুকুম করতে পালন
না চাহিলেও যাবে পাওয়া
মোক্ষম সময় আসবে যখন।


No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”