কবিতা- সবার ঘরের ঠাকুর তুমি | আলমগীর রহমান

 

সবার ঘরের ঠাকুর তুমি
আলমগীর রমহান

বৈশাখ তুমি আগমনীর আগাম বার্তা বাহক, 
শ্রাবণের ধারা তোমারই অমর সুরের সাধক।
জোড়াসাকো আর রাখীবন্ধন যেন,
বিশ্ব সৌহার্দ্য ও ভাতৃত্বের মহান উদহারণ।
শিলাইদহ, মংপু আর শান্তিনিকেতন ;
নামেতেই এমন জাদু মিশে আছে,
সৃজনশীলতার ভাবনার ভোরে,
 শোনা যায় ভোরের গান। 
নাইটহুড শব্দটি শ্রবণে কিম্বা উচ্চারণে, 
প্রতিবাদের নিনাদ বেজে ওঠে তোমার সকল প্রেমীর মনে। 
সহজ ভাষায় বুঝিয়েছ তুমি, বিদ্যা আর শিক্ষার সূক্ষ্ম তফাৎ ।
আবরণ নয় আচরণই বলে দিতে পারে প্রকৃত শিক্ষিত কোন জন। 
শুধু যে বাঙালি, তা কেন হবে! 
গোটা এশিয়ার গর্ব তুমি,
গুরুদেব বলে তোমাকে জানি 
সবার হৃদয়ে আসন।
সবার ঘরের ঠাকুর তুমি,
দিবানিশি করি সাধন।

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”