কবিতা- জোনাকির আলো খুঁজি | আইনুল হোসেন সানু
জোনাকির আলো খুঁজি
আইনুল হোসেন সানু
আজও
তোকে ভেবে ভেবে-ই, সকল
সময় আমার,! ........
আজানের
ধ্বনি শুনি ঐ ফজরে
চকিত ফেরে মন, নামাজ শেষে
তুলে দু' হাত নিবিষ্ট মনে
করি মুনাজত ...
...
সেই
কাক ভোর হতে
মনোযোগ হীন বিছানায় শুয়ে
এ'পাশ ও'পাশ আলস্যে বিহ্বল রোজ, বেকার পুরোটা সকাল,...
নিদ্রাহীন
অভুক্ত রাত্রি' যাপনে নিস্তেজ
শরীর ক্ষুধিত মন!
ক্লান্তি ভরা ঐ
তপ্ত দুপুর যোহর শেষে
কর্মহীন বহে অযত্নে সময়, এমনি
করে-ই সমাগত আসর অবসন্ন বিকেল উদ্দেশ্য হীন পদচারণায় ত্রস্ত কাটে ,..
পশ্চিমের
আকাশ জুড়ে প্রকৃতির
শত আয়োজন, বর্ণিল রঙে অঙ্কিত
হাজারও প্রলেপ অপরূপ আল্পনা আঁকা বহুরূপী কারুকাজ উথলিত মন !
গোধূলী র ঐ
লালিমা যত উবে ধীরে
ডুবে রবি', দিনান্তের ঘটে অবসান
সন্ধ্যা' নামে,!
দূর
মসজিদের
মিনার হতে ভেসে আসা
মোয়াজ্জিনের মধুর সুমিষ্ট সুরে ঐ
মাগরিবের আজান, শ্রবণে
শীতল প্রাণ...
অতঃপর
সনাতনী বধু' দের
তীক্ষ্ণ স্বরের সাঁঝের সংকেত শুনি ঐ
শাঁখের ধ্বণি ...
দিনের কোলাহল
ফিকে হয় ধীরে, ক্রমশ
ঝলমলে আলোক পৃথিবী-টা গহীন
আঁধারে ছেঁয়ে নিকষ কালো ! নির্জীব নিষ্প্রাণ যেন', মৃত প্রায় !
উঠনের কোণ
ঘরের পিছন হতে তীক্ষ্ণ
ঝিঝি' র ডাকে ঝালাপালা কান!
ঘন আঁধারে বিচলিত পথিক শঙ্কিত মনে থমকি ঠাওরে পথের বাঁক,!
ঝোপ ছেড়ে
দল বেঁধে মিটিমিটি আলো ছড়ায়
জানাকির ঝাঁক, দিতে পথের দিশা কাজ শেষে ঘরে ফেরা পথিকের,!
ক্ষীণ'
আবছা আলোয়
অপলক প্রতীক্ষা' প্রতিক্ষণ',
কতক্ষণে' আসাবে ফিরে, সে' তো'
তোমার ই ....
........
কিছু' পর
অস্ফুট ধ্বনি শুনি মধুর ফের ঐ
এ'শার আজান !
শুনে
থমকি ক্ষণেক,
আশা হীন নিরাশা' য়
কুঁকড়ে হতাশায় ভরে বুক',!
প্রকৃতির
বেঁধে দেয়া নিয়মে
ধাবিত হয় ধীরে রাত ক্রমান্বয়ে
গভীর থেকে গহীন গভীরে হারায়-,....
একে একে
সকলই ঘুমে প্রতিক্ষিত প্রহরায়
জেগে শুধু আমি, ঝরে বুক' চিরে
দগ্ধ দীর্ঘশ্বাস, ব্যথিত ব্যথা নিরসনে একা
ভাবি বসে রোজ !
পথ ভুলে
গেছো কোন অচিন পথে
অপ্রত্যয় অচ্ছুত কোন অভিমানে,
দিশাহীন পথের দিশা সদা দিত যে' মৃদু আলোময় জোনাকি হয়ে, কোথা'
সে' আজ....
বয়সের
ভারে আজ ন্যুব্জ, হাঁটি
কিঞ্চিৎ নূয়ে', ছানি পড়া দু' টি চোখ' ভেদকভাবে লক্ষ্য ভেদ ব্যর্থ, লক্ষ ভীড় ঠেলে আজও খুঁজে ফেরে হয়রান
প্রিয়' সেই মুখ-,....
না
পেয়ে তারে
পোড়া চোখ ক্ষীণকায়
অঝর ধারায় অবিরত ঝরায়
অশ্রু তাই...
সকাশে ভেসে উঠে
প্রথম দেখা' র মধুময় সেই ক্ষণ',
একদা
হঠাৎ পরিচয়
কোণের টেবিল-টাতে...
যেথা,
মুখো মুখি বসে
কত কত দিন কেটেছে বি'জনে, - -
দু'টি পেয়ালাতে চা'
কখনও বা ধোঁয়া ওঠা গরম কফি' র
দু' টি মগ রেখে সম্মুখে,
চোখে রেখে চোখ' চেয়ে একে
অপরের মুখে বৃঞ্চিক হাসি নির্বাক
কেটেছে কত শত বিকেল, সন্ধ্যা' পেরিয়ে হয়েছে গভীর রাত- কত দিন
কে' জানে',
ভুলে
হয়নি ছোঁয়ানো কভু,
কেউ- ই তা' কখনও-ই জানি'
কারো ঠোঁটে ! ওরা লক্ষ হাজার বার জুড়িয়ে হয়েছে শীতল বুক' ভাঙা কঠিন
অভিমানে,
.......
বিকেল
হলে ই অযাচিত মনে
এখনো রোজ গিয়ে একা-ই বসি
কোণে' র সেই টেবিল-টাতে,
আসক্তি তে
ধরে দু' হাতে দু' টি পেয়ালা ধোঁয়া
উঠা চা' নয়ত ভরা কফি' তে ,...
মধ্যরাত
অবধি বসে ঠায়
কথা' কই হাসি' কথা' র
ফাঁকে করি অভিমান একা, ভাঙায়
তার মান কল্পে ! উঠি উঠি করেও
হয় না ওঠা আর বোধি
এলে এই ,-
না,
আসো না তুমি,
জানি', আসবে না ফিরে কভু আর
তবু'ও অপেক্ষা' অন্তে..
আসোনি আজ
নিশ্চয় কাল নয়ত পরশু,...
চমকে দিতে হয়ত হঠাৎ, ঠিক
হঠাৎ করে-ই কোনো
একদিন, ...
Post a Comment