কবিতা- মৃত্যু | মোঃ আলীআজীম হাওলাদার
মৃত্যু
মোঃ আলীআজীম হাওলাদার
হে মৃত্যু তুমি অতি সাধারণ
প্রত্যেককেই করতে হবে তোমাকে বরণ।
তোমার এমনই রুপ
সকলেই তোমার নাম শুনলে চুপ।
হে মৃত্যু তুমি অভিসারী
কেউ তোমার সাথে দিতে পারে না আড়ি।
তুমি সকলকেই নিয়ে যাও
তার শেষ ঠিকানার বাড়ি।
মৃত্যু তোমার নেই কোন পরিচয়
সকল প্রাণী একদিন না একদিন
তোমার কাছে করবে আত্মসমর্পণ
ইহাতে ঘটবে না কোন অনিশ্চিয়।
মৃত্যু তোমার আছে মহা স্বাদ
পাহাড় পর্বত বনে জঙ্গলে
মহা অট্রালিকায় থেকেও থাকবে না
তোমার সুরা পান করা থেকে কেহ বাদ।
মৃত্যু তোমার নেই কোন ঠিকানা
যখন যাকে খুশি তাকেই ধরো
ইহাতে তুমি শুননা কারও মানা
কারণ তোমার ঠিকানা সকলের অজানা।
মৃত্যু তোমার নেই কোন চিহ্ন
যখন যাকে যেখানে পাও
সেখানেই তুমি গ্রাস করে নাও
একারণে তোমার সকল চরিত্র ভিন্ন।
মৃত্যু তুমি আমার মাঝে
কখন দিবে যে দোলা
তাই তো আমি ধীরে ধীরে
সংসার সাগর থেকে হচ্ছি পথ ভোলা।
মৃত্যু তুমি সত্যি অতি সাধারণ
তাই তো প্রতি ক্ষণে ক্ষণে
তোমায় করি একা একা স্বরণ
কারণ তোমাকে একদিন করতেই হবে বরণ।
Post a Comment