কবিতা- মায়ের আত্ম ত্যাগ | চম্পা ইসলাম
মায়ের আত্ম ত্যাগ
চম্পা ইসলাম
যেখানে তাকায় চোখ মেলে দেখি মায়েরই অবদান ,
সাধন করেছে মঙ্গল শুধু চাইনি কখনো প্রতিদান।
রান্না ঘর আর অফিস নিয়ে মা তাঁর দু'হাত বাড়িয়ে ,
শত কষ্টেও ভিজে না তো আঁখি রাগ অভিমান সামলিয়ে নিয়ে।
দুঃখ , কষ্ট আর সংগ্রাম সবই সইতে পারে ,
কোমল মনা হয়েও মা যে কঠিন থাকতে পারে ।
ভাতের থালাতে চোখের জল ঠিক কত বেগে যে পড়ে ,
দেখেছো কখনো মায়ের গা থেকে কতো কেজি ঘাম ঝরে ।
কণ্টক মালা গলায় পড়ে বুকের ভেতর কান্না লুকিয়ে হাসতে যে মা পারে,
জীবন সঙ্গী করেছে শ্রমকে বিপদ আসলে যায় না থমকে ।
আসমান ভেঙে পড়লে মাথায় ধৈর্য ধরতে পারে ,
গভীর রাতে হৃদয়ের কথা বালিশের সাথে পাড়ে।
দুঃখটাকে সুখ ভেবে নিয়ে অন্তরে পোষে কল্যাণ ,
হাজার রকম ব্যথা পেলেও চেহারাটা অম্লান।
সর্ব সুখের কেন্দ্রবিন্দু দিয়েছে তো মা ছেড়ে,
হাজার কষ্ট বুকে জমিয়ে রেখে মা যে নির্বাক হয়ে থাকে ।
Post a Comment