কবিতা- পঁচিশে বৈশাখ | বিউটি কর রাহা

 

পঁচিশে বৈশাখ
বিউটি কর রাহা

পঁচিশে বৈশাখ তুমি এসেছিলে বলে
ধরণী পরিপূর্ণ হয়েছে জ্ঞানের আলোয়ে, 
আলোকিত আজ সাহিত্য ভান্ডার 
হয়েছে সমৃদ্ধ ।
তুমিতো নও শুধু কবি
কবিত্বের নক্ষত্র জ্যোতি  কথাসাহিত্যিক,
সাহিত্যের প্রতিটি শাখা-প্রশাখায়
বিচরণ তোমার 
শিল্পীর রং তুলির আঁচড় তুমি  নাট্যকার, সুরকার,  গীতিকার দার্শনিক  তুমি,
কি নেই তোমার ভান্ডারে?
তোমার জন্য আজ বাঙ্গালি
পেয়েছে বেঁচে থাকার প্রাণ 
সৌরভ ছড়িয়েছে সাহিত্যের ঘ্রাণ হৃদয়ে হৃদয়ে।  
স্রষ্টার অপরূপ সৃষ্টি তুমি 
হে বিশ্ব কবি।




No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”