কবিতা- সুখের ছোয়া | চম্পা ইসলাম

 

সুখের ছোয়া
চম্পা ইসলাম

টাকার জন্য বড়লোক আর গরীব দিশেহারা,
তবুও মানুষ ছুটছে সুখের পিছু হয়ে পাগলপাড়া।
যার কাছে অর্থ আছে সেই সুখ পায়,
সুখ কেনো একের জন্য সবার জন্য নয়।

পাচ্ছে না কেউ অন্ন বস্ত্র বাড়ছে যাদের ঋণ ,
অনাহারে আর অবহেলায় যাচ্ছে তাদের দিন।
পেটের দায়ে অবলীলায় যারা বাজায় সুখের বীণ ,
বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে কাটছে তাদের দিন।

নামকরণে ভবন লিখে আবার কেউ লিখে ভিলা,
কেউ পায় না শুকনো রুটি জ্বলে নাতো কারো চুলা।
সুখ যদি হয় পাখির মতো ধরবে কেমন করে,
ছুঁতে গেলে যায় না ছোঁয়া যায় যে উড়ে উড়ে।

জানি জয় আর পরাজয় নিয়ে জীবনের নাম হয়,
তারপরও কেনো বার বার পরাজয় মানতে হয়।
সুখী হতে সবাই চায় কেউ পায় কেউ পায় না,
জানিনা তো আর কতদূর বেদনার সেই সীমানা।

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”