কবিতা- হৃদরোগ ইউনিটে | আলমগীর হোসাইন
হৃদরোগ ইউনিটে
আলমগীর হোসাইন
দেখেছি হৃদরোগ ইউনিটে মৃত্যুতে
বেঁচে থাকা স্বজনের কান্নার রোল
আহাজারিতে ভরা করুণ বিলাপে
শোক তাপে ভারী হলো আশপাশ।
রোগাক্রান্ত মানুষ চিকিৎসার আশায়
হাসপাতালের প্রতিটি ওয়ার্ডে ভর্তি
দৌড় ঝাপ বিড়ম্বনা অপ্রতুল সেবায়
নিভে যায় কতো অমূল্য জীবন প্রদীপ।
ডাক্তার নার্স কাজের বুয়া ক্লিনার সমেত
মানবিকমনা মানুষগুলোর শুভ বোধের
উদয় অস্তে নিরলস প্রচেষ্টা রোজ নামছা
হৃদরোগ ইউনিটে দেখেছি হৃদয় ব্লক হতে।
মানুষ অসহায় হেরে যায় নিয়তির কাছে
তবুও অহংকারে দাপিয়ে বেড়ায় সর্বত্রই
জীবন চলে অদৃশ্য শক্তির দয়াদাক্ষিণ্যে
প্রমানিত সত্যকে উপেক্ষা করে অবলীলায়।
কবিতার প্রেক্ষাপটঃ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হৃদরোগ ইউনিটে ভগ্নিপতি কে দেখতে গিয়ে ৫/৬ ঘন্টায় কয়েকটি মৃত্যু দেখে স্বজনের কান্নার একটির সামান্য ভিডিও ধারন।
Post a Comment