কবিতা- খুঁজি তারে | নূরুল হক খান মাস্টার
খুঁজি তারে
নূরুল হক খান মাস্টার
দুঃখের সায়রে ভাসিয়ে তরী
তাকেই আজও খুঁজে মরি
খেলতে গিয়ে লুকোচুরি
হারিয়েছি যারে আপন ভুলে।
খুঁজতে আমি দিবানিশি
বিলের ধারে ছুটে আসি
হয়তো সেথায় মোর বধূয়া
নিতে আসবে শাপলা তুলে।
নিত্য খুঁজি বিকাল বেলা
পুকুর ঘাটে, দীঘির পাড়ে
কাশ বনে বালুচরে
জল ভরা নয়ন মেলে।
খুঁজি তারে বনবাদাড়ে
নদী-নালা, খালের ধারে
আসার আশে যাই যে ছুটে
হিজল তমাল কদম তলে।
জানিনা সে আসবে কি না
পাবো কিনা আজও তারে
সবুজ পেড়ে লাল শাড়ীতে
খোঁপা বিহীন এলোচুলে!
Post a Comment