কবিতা- জরাজীর্ণ মনের কথা | হামিদ দুলাল
জরাজীর্ণ মনের কথা
হামিদ দুলাল
গভীর ঘুমে আচ্ছন্ন ছন্নছাড়া মন
অথচ যুদ্ধের ঘন্টা চারিদিকে বাজে,
দিনরাত নাজেহাল খাবারের খোঁজে -
নন্দলাল হয়ে আমি- ভাবি সারাক্ষন।
মানুষের জন্য কেউ কাঁদেনা এখন
কামান দাগায় শুধু হুংকার ছেড়ে,
ভয়ে ভয়ে পৃথিবীটা বসে নড়েচড়ে -
শত শিশু নিদ্রাহীন, নেইতো অশন।
একচুল নেই ছাড় এই মানবতা
গ্রহান্তরে ঘুরে ঘুরে শুধু খুঁজে ফেরো,
শত কোটি অভিশাপে,অভিলাষী আরো-
ক্ষীন আশে আছি চেয়ে, দাওনা বারতা।
জঞ্জালে জড়ায়ে শত, কেন ঘুরিতেছ
বাতাসে বারুদ গন্ধ, কেন বিলিয়েছ?
Post a Comment