কবিতা- লজ্জায়, ঘৃনায় দেহ ত্যাগ করে | মোঃ মাহবুব আলম


 লজ্জায়, ঘৃনায় 
দেহ ত্যাগ করে
 মোঃ মাহবুব আলম

ক্ষুধার্ত চোখের তীব্র আকর্ষণ,
আর অতৃপ্ত আকাঙ্ক্ষা'র,
গভির অনুভূতির রাক্ষুসি ইঙ্গিত, 
ধ্বংস করে দিয়েছিলো পবিত্র ট্রয় নগরী।
পিপাসার্ত চোখের উত্তপ্ত শকুনির চোখ দুটি, 
কামনার আগুনে জ্বলজ্বল করছে,
রাতের সংলাপ ভুলে গিয়ে, 
ক্ষোভে আর ঘৃণায় ঘুরে দাড়ায় যুবক,
কিন্তু নিজেকে সামলে নেয়ার আগেই,
বিষাক্ত ছোবল আর নখের আঁচড়ে,
ক্ষতবিক্ষত হয় যুবকের কমনীয় দেহখানা। 
চিৎকার দিয়ে তখনই আমার আত্মা, 
লজ্জায়,ঘৃনায় দেহ ত্যাগ করে ! 
আর নফস মহা আনন্দে ঘুরে বেড়াতে থাকে,
গাঁয়ের মেঠোপথ ধরে,কোন শিকারের আশায়। 
মুখ থুবড়ে পড়ে থাকে,যুবকের পবিত্র স্বপ্নগুলো।

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”