কবিতা- আর্তনাবাদ | মোজাফফর হোসেন
আর্তনাবাদ
মোজাফফর হোসেন
অবহেলার কাছে সত্যকারের
ভালোবাসা হেরে যায়। জীবনে
কেউ কারোর পরিপুরক হতে পারে না।
প্রতিটি জীবন ই কারোর না, কারোর
ভালোবাসা মায়ার বাধা।
জীবনে অনেক কিছু চাওয়ার, অনেক
কিছু পাওয়ার থাকে কিন্তু সব কিছু
পাওয়া যায় না।আর যা কিছু পাওয়া
তার মাঝে না পাওয়ার কষ্ট কে আড়াল
করে নিতে হয়।
কিছু মানুষ না পাওয়ার যন্ত্রনা বুকে নিয়ে
অন্তিম যাত্রা করেন, কিন্তু কখনও না
পারা অর্জন নিয়ে সে কখনও অনুতপ্ত
হয়নি।
কল্পনা করুন বাঁচার জন্য আপনি মাএ
24 ঘন্টা সময় পাচ্ছেন এ সময় আপনি
কি করবেন অন্যর সাথে তুলনা কি
করবেন?
অন্যর সমলোচনা করবেন, না পাওয়ার
বঞ্চনা ক্ষেতির অন্বেষণ বৃত্তের বাসনা ,
না এর কোনটাই নয়।
মৃত্যুর সময় কোন মানুষ ই অনুশোচনা
করেনি কেন তার ব্যাংকে টাকা
নেই কেন সে আরও বেশি কাজ করেনি,
কেন সে আরও বৃত্তের মালিক হয়নি। না
এর কোনটার জন্য অনুশোচনা করেনি,
বরং অনুশোচনা করেছে জীবনে
দুনিয়ার পিছে ছুটে বেড়ানোটাই সব
চেয়ে বেশি ভুল ছিল।
তবে বৃত্তমান হওয়াটা অপরাধ না,ধনী
হওয়া টা অপরাধ না। জীবনের প্রয়োজনে
ধনের প্রয়োজন আছে।ধনী হওয়াটা অপরাধ
না অপরাধ হলো ধনোবান হওয়ার পথটা
এটা সুপথ না কুপথে উপার্জন।
Post a Comment