কবিতা- তুমি সুখের অনুভূতি | শহীদুল্লাহ্ সরকার

 

তুমি সুখের অনুভূতি
শহীদুল্লাহ্ সরকার

আমি স্বযতনে আমার মন বাড়িয়েই ,
তোমাকে আপন করে চেয়েছিলাম,
আমি তোমাকে হাত বাড়িয়ে নয়,
মন বাড়িয়েই কাছে ডেকেছিলাম,
সারাটি জীবন পাশে থাকার তরে।

আমি স্পর্শে স্বার্থের সমকামীতায় নয়,
আমি অনুভবে অনুভূতির বিশ্বাসে,
সবটুকু বিশ্বাস নিয়েই তোমাকে,
আপন করে পাওয়ার আশায়,
শুধু তোমাকে ভালোবেসেছিলাম ।

আমি তোমাকে কাছে ডেকেছিলাম,
সারাজীবনের তরে আপন করে,
পাওয়ার আশায় ভালোবেসেছিলাম,
তুমি অবহেলায় আজও রয়ে গেছো,
সেই সিমানা পেরিয়ে বহুদূরে।


No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”