কবিতা- মন বুঝেনা | সেলিনা সুলতানা শেলি

 

মন বুঝেনা
সেলিনা সুলতানা শেলি

ওরে মন কার লাগিয়া কান্দোরে তুই, 
সে তো তোর নয় আপন 
তুই যাকে ভালোবাসো নিঃস্বার্থ ভাবে, তোর মন প্রান দিয়ে,
সে তো লিপ্ত আছে তার প্রিয় জনের প্রসংশা নিয়ে। 
বোকা মন পোড়াইশনা তোর মন
মানুষ চিন্তে তোর শেষ হলো জীবন।
কার লাগিয়া নিজের স্বার্থ করছো রে তুই ত্যাগ
সময় হলে অবহেলা করবে তোকে ব্যাক।
সেইদিন কি তুই সইতে পারবি? 
এমন আচরন হায়রে অবুঝ মন।
সময় থাকতে নিজেকে তুই গুটিয়ে নে, 
নইলে হবে যে তোর হৃদয়ে রক্তক্ষরণ,
নয়ত বা জ্যান্তমরন।
মন নিয়ে খেলে যারা নিত্য নতুন  খুঁজে তারা,
সত্য সঠিক ন্যায়ের সাথে কখনো সে দেয় না দরা।
চুপে চুপে অন্তড়ালে মন হাড়ালে,
সে অন্যজন কে ভালোবাসে তোর আড়ালে।
ওরে মন ফিরে আয় তুই  আমার কথা শোন 
হায়রে মন দোকা খেয়ে বুঝবি যখন,
কাঁধবি ঠিক আড়ালে  লুকিয়ে তখন।
জীবনে কারো দ্বিতীয় হয়ে থাকিস না,
এমন কাউকে ভূলে ভালোবাসিস না।
দ্বিতীয় হয়ে আর নয়,
প্রথম হয়ে থাকতে হয়।
যে হৃদয় থাকবে না তোর প্রথমস্থান, 
নইলে করো সেখান থেকে দ্রুত প্রস্থান।


No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”