কবিতা- একবার আস | মোঃ শহিদুল ইসলাম শহীদ
একবার আস
মোঃ শহিদুল ইসলাম শহীদ
একবার আস খবর নিয়ে দেখো কেমন আমি আছি,
প্রচন্ড গরমে আমি সবকিছু ভুলে গেছি।
মনে এখন পরে না আমার পিছনের কোন কথা,
তাপ দহনের কারনে শুধু ঘুরায় আমার মাথা।
মনে তো পরিত আগে কত সুন্দর স্মৃতি,
স্মৃতির কোঠায় বাজতো আমার কত মধুর পিরিতি।
প্রচন্ড গরমে আমি সবকিছু ভুলে গেছি।
মনে এখন পরে না আমার পিছনের কোন কথা,
তাপ দহনের কারনে শুধু ঘুরায় আমার মাথা।
মনে তো পরিত আগে কত সুন্দর স্মৃতি,
স্মৃতির কোঠায় বাজতো আমার কত মধুর পিরিতি।
কতো কবির কবিতা লিখা মনে পড়তো আগে,
তাপ দাহ ভুলিয়ে দিছে তাই একটু একটু মনে জাগে।
তুমি কি সেই আগের মতোই এখনো আমায় ভালোবাস,
বাস্তবে না হয় কল্পনার মাঝে একবার কাছে আস।
Post a Comment