কবিতা- বিষণন্ন রাত | আব্দুস সালাম
বিষণ্ন রাত
আব্দুস সালাম
রাতের নির্জনতায় তোমার কথা
মনে পড়ছে বারবার,
ঝিঁঝিঁ পোকার বাঁশির সুর আর
আমার কান্না মিলে একাকার।
নেই পথিকের আনাগোনা
দীপ্তিমান সুদূর আকাশে চাঁদ
কৌমুদী ছড়িয়ে আঁধার করেছে গ্রাস।
জলে থৈ থৈ বুক তন্দ্রায় ঢুলুঢুলু আঁখি
থেকে থেকে হুংকার ছেড়ে উঠেছে বাতাস,
ঝরাপাতার কান্নার সুর হৃদয় পিঞ্জরে
করছে আঘাত।
মনে পড়ে কী তোমার?
সেই বৃষ্টিস্নাত তিমির রাত !
সেদিনও ছিলোনা পথিকের আনাগোনা
নির্জনতায় তুমি আমি ছিলাম একাকার।
তুমি ছিলে উতল বাতাসের চেয়েও চঞ্চল
কেশ ছিল এলোথেলো উদাসী মন !
দৃষ্টিতে ছিল মায়া ভরা,
বাড়িয়ে ছিলে কাঙ্গাল দুটি হাত।
বুঝতে পারিনি সেদিনের বৃষ্টিস্নাত রাত
আঁখিরপাতা ভিজাবে আজীবন কাল !
তুমি ছিলে সাদাসিধা গাঁয়ের মেয়ে
দুঃখ পেলেই কান্নায় হতে ঝরঝর,
তোমার দুঃখে আমি হতাম মর্মহত !
তাই অশ্রু মুছাতে ছুটে যেতাম বারবার।
আজ এই রাতের নির্জনতা আর দীর্ঘশ্বাস
উত্তপ্ত আগ্নেয়গিরিও হার মানবে,
পুড়ে পুড়ে হই যদি ছাই তবুও কাঁদবনা
যন্ত্রণায় যদি মরিও বারংবার।
তোমার কারণে আজ আমি বিবাগী !
তবু নেই কোন অভিযোগ,
যদি কখনও বিষণ্ন রাত কেড়ে নে তোমার
জীবনের যাবতী সুখ !
রাতের নির্জনতায় আমাকে মনে পড়ে
যদি বারবার,
তুমি দাঁড়াও এসে দক্ষিণা জানালায়
সজল আঁখির দৃষ্টি রাখিও
সুদূর আকাশপানে,
তোমার দৃষ্টি আমার দৃষ্টি রাতের বিষণ্নতায়
হবে একাকার।
Post a Comment