কবিতা- বাবার ভাঙ্গা ঘর | রিয়াদ আহম্মেদ
বাবার ভাঙ্গা ঘর
রিয়াদ আহম্মেদ
বত্রিশ টা টিশার্ট
আলমারিতে গেঁথে আছে বারোটি প্যান্ট
তার সাথে চকচক করছে নতুন দামী কিছু শার্ট
পকেটে মানিব্যাগ আজকাল বেশ ফুলে থাকে
শহরের দেয়ালে মাথা হেলিয়ে
তবুও যেন এক যুগ সুখ মিলছে না।
বছর কেটে যেতো দুকাপড়ে
টিনের ফুটো দিয়ে বৃষ্টির মেলা বসতো
পাঁচ টাকায় জনৈক দাদার দোকানে থাকতো আনন্দ
এই যে এতো সুখের দিনে আমাকে দেখে
বাবার চোখ বেয়ে সুখ ঝরতো।
এতোদিন পর
ভীষণ মনে পড়ে
দুটো কাপড় কিংবা পাঁচ টাকা
টিনের ফুটোর জলের মতো তৃপ্তি
কেবল বাবার ঘরেই পেয়েছিলাম।
গলা ফাটিয়ে চিৎকার করে কে যেন বলছে
অনেকগুলো ইট কামিয়েছি
ব্যাংকে উথলে পড়ছে লাল লাল নোট
খ্যাতির তীব্র আহবানে মানুষ চিনে
সে বলছে
এতো কিছু পেয়েও,যেন কোনোকিছু পেলাম না।
Post a Comment