কবিতা- কাঁদি অবশেষে |, আবু বকর সিদ্দিকী
কাঁদি অবশেষে
আবু বকর সিদ্দিকী
ভবে কেন এলে তুমি
ভেবে দেখোনা,
কি বলে দিয়েছে প্রভু
শাহী রাব্বানা !
বলেছিল আগে করো
পেটের ফিকির,
কিছুটা সময় আমার
করিও জিকির !
হেলাকরে কাটালে দিন
আয়ূ হলো শেষ,
খালি হাতে বসে আছো
কিছুই নাই কেশ !
ভালো কিছু লেখা নাই
জীবন খাতায়,
যমদূত আসিয়া কবে
ধরে নিয়ে যায় !
কি নিয়ে দাড়াবে গিয়ে
মুনিবের পাশে,
দিশেহারা হয়ে আমি
কাঁদি অবশেষে !
Post a Comment