কবিতা- অপেক্ষা | আফসার খান

 

অপেক্ষা
আফসার খান

অপেক্ষা, অনির্ধারিত সময়, খুব কষ্টকর 
প্রেম নিয়ে আমার কোনো গবেষণা নেই 
শুধুই বোকার মতো ঝাঁপিয়ে পড়া পতঙ্গ 
কুপির জ্বলন্ত আগুন কী সোনালি বরণ
কখন পাখা খসে পড়ে। ডানাহীন পোকা
শুধু হাঁটতে পারে।এই হলো ভালোবাসা।

আমিতো তোমার অপেক্ষায় থাকি রাতে 
নক্ষত্র সাক্ষী, আকাশ ,বাতাস কতো কী
কোনো সাক্ষীই তো শেষ অবধি টেকেনা 
শুধু নিরিবিলি একান্ত জীবন আমাদের।

কল্পনায় নেমে আসে চাঁদ তুমি আসোনা 
সমুদ্রের উস্কানি আমি বুঝে ফেলি ঠিকই 
প্রেম কী জ্বলন্ত গরম পানির তীব্র বলক 
অশান্ত ঝোড়ো আকাশের বিদ্যুৎ চমক।

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”