কবিতা- আর হবে না দেখা | সেলিনা সুলতানা শেলি
সেলিনা সুলতানা শেলি
ফুলের মতো নিষ্পাপ ছিলো
তোমার আমার ভালোবাসা,
স্বপ্ন গুলো হারিয়ে গেছে
রয়েছে আজ অপূর্ণ সব আশা।
হৃদয়টা ভেঙে চলে গেছো.
ভিজিয়ে দু চোখের পাতা,
জনমের তরে চলে গেছো বন্ধু
আমায় করে একা।
আর হবে না
ওরে আর হবেনা দেখা কি বন্ধু
আর হবেনা দেখা?
আমার অন্ধকারের আকাশ ছিড়ে
দিয়েছিলে আলোর হাতছানি,
অশান্ত মন ভরে যেতো
দেখলে ওই মায়বী মুখখানি।
আগের মতো সবইতো আছে..
শুধু ভেতর ঘরটা ফাঁকা।
জনমের তরে চলে গেলে বন্ধু
আমায় করে একা।
আর হবে না,
ওরে আর হবেনা দেখা কি বন্ধু
আর হবেনা দেখা?
আমার পাগল মনের শত আবদার
পূর্ণ কে করিবে,
ফোনটা রিসিভ করতে দেরি হলে
শত প্রশ্ন আর অভিমান কে করিবে।
দুজনার একটাই,,ছিল আবদার
কে কাকে কত বেশি পারো ভালোবাসিবার।
বলেছিলে তুমি একসাথে থাকব দুজন,
করব জীবন যাপন।
সব ভুলে চলে গেছো আমাকে
একা করে ভেংগে দিয়ে এ মনটাকে
জনমের তরে গেছো ফেলে বন্ধু
আমায় করে একা।
আর হবে না,
ওরে আর হবেনা দেখা রে বন্ধু
আর হবেনা কি দেখা?
Post a Comment