কবিতা- প্রত্যাশিত স্বপ্ন | রুপা বাড়ৈ

 


প্রত্যাশিত স্বপ্ন
রুপা বাড়ৈ

তুমি নীল পদ্ম হলে, প্রেম সরোবর হবো আমি
সুখ সুখ ছোঁয়া নিয়ে প্রেম স্বচ্ছ জলে ভিজবে তুমি, 
অনির্বাণ শিখা হলে, পতঙ্গ হয়ে উড়ে পরবো আমি
যন্ত্রণাময় সে অগ্নিবাণে জ্বলে জ্বলে পুড়ে মরবো আমি।

নিঃস্বার্থ প্রেমে যদি জড়াও ছুটবো তোমার প্রেমের কাছে,
অর্থ, ক্ষমতা, মোহ ত্যাগ করে বাস করবো স্বপ্ন নীড়ে,
জীবনের সব শান্তির উৎস নিহিত আছে প্রেমময় অন্তরে
তুলে আনবো প্রেম নীলপদ্ম, ডুব দিয়ে অন্তর সাগরে।

তোমায় নিয়ে যখন ভাবি জনশূন্য নিরালায় বসে
ডুবে যাই তখন অন্ধকারে, নিস্তব্ধ চেতনার দীর্ঘশ্বাসে,
বিচরণ করি নিজ অন্তরে, তোমার উপস্থিতি চাই পেতে
তুমি সেই সুপ্ত আত্মা, যার জন্য মন অপেক্ষা করে।

কঠিন পরীক্ষায় দিশেহারা হই, আবদ্ধ হই প্রেমজালে
তবুও অন্তরে পাই অমৃত সুধা, যদিও থাকো অন্তরালে,
তীব্র জ্বালার দহনে পুড়েও হৃদয় সূর্য আলোয় ভরে
প্রেম পূর্ণতায় জেগে উঠে উজ্জ্বল নক্ষত্র দেখি অন্ধকারে।


No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”