কবিতা- রতনের কবর | আনোয়ার হোসেন

 

রতনের কবর
আনোয়ার হোসেন

তোমার অনির্দ্ধারিত যাত্রা বিরতী
সময়ে হয়েছিল সাথী যারা,
 তারা ফিরিবে না আর তোমার রথে,
রোজ তোমার ছোট্ট মেয়ে পরম মমতা ভরে সাজিয়েদিল তোমার কফিন,
তোমার বালিকা বধূ সুরভী জেনে ছিল কি বৈদব্যের বাতাবরন? 
হায় রতন তোমার যাদুময়ী ব্যাধীরা কি সক্ষমতায় পরাভূত করলো রোজের আনন্দ ভূবন।

তোমার কবরের নিকট আজ সকাল বেলাটাকে চিনতে চিনতেই রোদেলা দুপুর বলে গেল।
আজ মরলে
কাল দু দিন
 এ ভাবে যুগের আবর্তে বিলীন হয়ে যাবে লক্ষ দিন,
অব্যয় অক্ষয় হয়ে থাক রোজদের,  সুরভীদের   আমাদের ভালোবাসা অন্তহীন।।

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”