কবিতা- প্রবাসী | আব্দুছ ছালাম চৌধুরী
প্রবাসী
আব্দুছ ছালাম চৌধুরী
তুমি কি দেখেছো? সজ্ঞানে কিংবা স্বেচ্ছায় কেউ প্রবাসী হতে,
আমি হয়েছি, কেনো হয়েছি! যেনো সংসার উঠে সোনার রথে।
এই আমার জন্য কি বা রাখি,
মাইনে শেষে সব টাকা দেই, নিজের পকেটে একটুও থাকে না বাকী।
হয়তো তুমি হাসছো!
সারাদিন ঘাম ঝরে, তোমার হাসি ব্যতীত আমার জন্য কি বা তুমি রাখছো।
বিশ্বাস হয় না?
সত্যি বলছি, ফুরসতে তোমার ছবিটা হয় আমার চোখের আয়না।
মনে পড়ে আমার ছেলের কথা, আমার মেয়ের কথা,
ঘুম না হলে ছটফট করি! শিওরের পাশে একটি স্বপ্ন থাকে, আর তুমি থাকো যথা-তথা।
সত্যি বলছি, মাঝে মাঝে মনে হয় অনেক ভালো ছিলো হয়ে গেলে বনবাসি,
আমার দেশের মাটির গন্ধ, আর থাকতো ফুলের খুশবু, তাতেই বলতাম তোমাকেই ভালোবাসি।
জানো, গেলো কদিন হলো, পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে তাপমাত্রা,
আমাদের দুঃখ শোনার কেউ নেই, তুমিও আমার পাশে নেই —পাশে থাকলে তুমি গাইতে পালা গান কিংবা যাত্রা।
তবুও হাসি! সুখ দুখ মিলে হাসি,
কারন আমরা প্রবাসী, এই আমি প্রবাসী।।
Post a Comment