কবিতা- শব যাত্রা | এম জি মোস্তফা

 

শব যাত্রা
এম জি মোস্তফা

ও কাঁদছিল
বিদায়ের বেলায় করুণ রাগিনী
ভাজ ছিল কন্ঠ তার,
কন্ঠহার পায়নি কন্ঠে তাই
রুদ্ধ ক্রোধ রোদন ধ্বনির সাথে বাজছিল।

লাল শাড়ি সুতনুকা দেহতটে জড়িয়েছিল,
ফুলে ফুলে উঠছিল, 
বহুমুল্য আভরণ আর রাজপুত্র লোভী অন্তর 
বিদ্রোহের তরী ধরাতে পারেনি তীর তাই,
 কান্নার তীর ছুড়ছিল। 

গুমরে গুমরে নিজ ব্যর্থতার খবরগুলো 
জানান দিচ্ছিল।
প্রার্থিত জনের অবহেলা আর শেষ মুহুতের পিছু হটা
তাকে হতাশার সমুদ্রে ডুবিয়ে দিচ্ছিল। 
চার পাশে স্বজনদের হাসি মাখা মুখ যেন 
ব্যঙ্গ বিদ্রুপে ঘিরেছিলো।

সে যে এক শব,
আশৈশবের কামনার পরিসমাপ্তি তাকে শেষ যাত্রা
স্মরণ করিয়ে দিচ্ছিল।
সবাই ক্ষ্যাপা আনন্দে মাতছিল।
কনে পক্ষ কনের চোখের অশ্রুধারার মিল রেখে
মেকি কান্নায় দুলছিল। 

সবাই মনের খুশি আহা উহু দিয়ে ঢাকছিল।
এ যেন শব যাত্রা,
দুষ্টুজনের পরপারে চালান যাওয়ার শেষ সময়ে
আহা উহু দিয়ে খুশি খুশি ঢেকে রাখা।।

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”