কবিতা- ইচ্ছে পূরণ | সেলিনা ইসলাম শেলি
ইচ্ছে পূরণ
সেলিনন ইসলাম শেলি
স্বপ্ন দেখেছিলাম বহুদিন ধরে,
ইচ্ছেরা ভিড় করেছিল মনের ঘরে।
ইচ্ছে গুলো ডানামেলে উড়ছে আকাশে,
বসবে প্রিয়জনের পাশে,,,,,,
দক্ষিনা সেই হিমেল বাতাসে।
বলবে হৃদয়ের কথা হাতে হাত রেখে,
দেখবে তাকিয়ে মুগ্ধ নয়নে তাকে আর চোখে।
চোখের ভাষাতে কি যেনো,,,,,
ছিল না বলা শত কথা,
বুক ফাটে তবু মুখ ফাটেনা,,,,,,
হৃদয়ে নিদারুণ ব্যথা।
সৎ সাহসে দৃঢ় বিশ্বাসে,,,,,,
মুখ ফুটলো বুঝি তার,
দ্বিধা দন্দ ভুলে বললো,,,,,,
এবার দেরি নাহি আর।
ঠোটঁ দুটি বাকিঁয়ে মিচকি,,,,,,
হেসে বললো ভালোবাসি,
সে ছোঁয়াতে তৃপ্ত হৃদয়,,,,,
পূর্ণ জোয়ারে যেন অথৈ জলে ভাসি।
নুতন করে জীবন গড়ি,,,,,,,,
মুক্তপ্রানে বাঁচিবার আসে,
বাকিটা আমরণ জীবন,,,,,,,,
কাটাইবো আনন্দে হেসে।
ইচ্ছেগুলো পূর্ণ হলো,,,,,,,,
মুক্ত হৃদয়ে অট্টোহাসি হেসে,
প্রেমিক পাগল বললো হেসে,,,,,,
আছি তো তোমার পাশে।
Post a Comment