কবিতা- নিঃস্ব ভালোবাসা | রিয়াজ আহম্মেদ

 


নিঃস্ব ভালোবাসা 
রিয়াজ আহম্মেদ

 এক আকাশের নিচেই বসবাস , 
গেল শতাব্দীর কোন এক বকুল তলা ও ছিল যৌথ মালিকানাধীন। 
এখন সব কিছু থেকে মুক্ত,
জীবন তো এমনিতেও চলে যেতো।
চলমান সব চলমান।
 
আমরা যুক্তিবাদী হলেও
ঐক্যবদ্ধ হতে পারিনি।
শুধুই অস্থিরে ছন্দ পতন।
যার জন্য অতিক্রম হল না সীমান্ত। 
,জীবন আগেই উড়াল দিল উড়ন্ত বাতাসে।
তোমাকে ভালবাসতাম, এখনো বাসি,
কারণ 
অনেক নিঃস্ব করেছে সে ভালবাসা।

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”