কবিতা- তোমার প্রেমে (২৯) | শিউলি খান
তোমার প্রেমে (২৯)
শিউলি খান
সে দিন বৃষ্টি স্নাত সন্ধ্যায় দেখেছিলাম তোমায়
কাক ভেজা এলোমেলো চুলে।
দেখে ছিলাম এক বুক ভেজা অরণ্য!
গড়িয়ে যাওয়া ঝরণা, নদী দেখে ছিলাম
তোমার সারা শরীর জূড়ে!
অস্বস্তি তোমায় জাপটে ধরেছিল।
আমার চোখ থেকে পিছলে যাচ্ছিল তোমার চোখ!
অস্বস্তি বোধে ছিলো এক অন্য রকম ভালো লাগা!
সোনালী ফ্রেমে বন্দী অর্ন্তভেদী বুদ্ধিদীপ্ত দৃষ্টিতে যেন প্রেম জ্বেলেছিল আগুন!
যে আগুনে প্রতিনিয়ত জ্বলছি পুড়ছি!
বেঁচে আছি - আজও তোমার অপেক্ষায়!!
বৃষ্টির রিমঝিম ছন্দে দোলায়িত মন,
আবেশিত কপোত-কপোতী !
গরম কফির চুমুকে চুমুকে নীরব ভাষায় ভালোবাসায় মনে মনে চুম্বনে চুম্বনে ফুটেছিল প্রথম কদম ফুল আমার জীবনে!
সেই প্রথম কদম ফুল ভালোবাসার মিষ্টি সুখ, আর বিরহের যাতনা আজও বয়ে চলছে তোমার প্রেমে তোমা-অপেক্ষায়!
প্রথম কদম ফুলের অপেক্ষায়
সাথে আছে আস্ত গোলাপ-উদ্যান
আমার সারা শরীর জুড়ে!
প্রথম কদম ও গোলাপ গন্ধে
হয়তো তুমি ধরা দেবে হঠাৎ ভ্রোমর যেমন!
পরাগ মিলনের সানাইয়ের সুরে!
সেদিন থাকবেনা হয়তো খোপায় বেলি'র গজরা, হাতে গোলাপ বালা, বাহারী সাজ
এলোমেলো চুল,কপালে টিপ! তবে থাকবে দিঘল কাজল কালো চোখে জমে থাকা অপেক্ষার নীরব বর্ষা
আর ভালোবাসা
এক কাপ ধূমায়িত গরম কফিতে!
........
Post a Comment