কবিতা- অপেক্ষা | হাশেম খান
অপেক্ষা
হাশেম খান
আমাদের কথোপকথনে
বহু অঙ্গিকার থাকলেও,
অপেক্ষার কোন অঙ্গিকার বোধহয় সম্ভবত আমার কখনোই ছিলোনা।
অথচ অবাক বিস্ময় করা, এখন আমার দীর্ঘ অপেক্ষা শুধুই তোরই জন্যে।
অপেক্ষা করতে করতে বহু রাওির নির্জনতা ভেঙে ভেঙে চলে গেছে ডাহুক ডাকা ভোর।
প্রত্যহ সূর্য সোনালি রোদ ফেলে ফেলে হারিয়ে গেছে গোধূলির ক্লান্তিতে,
অথচ আমার অপেক্ষার তো শেষ হলোনা?
অপেক্ষায় থেকে থেকে হারিয়ে গেছে ক্লান্ত দুপুর, বুকের ভিতর হেঁটে বেড়ায় নিঃসঙ্গ নদী অপেক্ষায় থেকে থেকে হারিয়ে গেছে শিশির ভেজা রৌদ্দুর।
প্রত্যাখ্যান তো কখনোই করিসনি অথচ অবাক করা,
প্রত্যাহ ভিতরে ভিতরে ভেঙে চূড়ে দিচ্ছিস
অহর্নিশ চৈএের খরতাপে দগ্ধ পুড়িয়ে দিচ্ছিস কেবলই পুড়িয়ে দিচ্ছিস।
অথচ আশ্চর্য আমি অহর্নিশ তোরই অপেক্ষায় কেবলই পুড়ে যাচ্ছি অনুতপ্তে।
বলতে পারিস? তোর জন্যে আমার ভিতর কেমন জানি করে কেমন জানি কষ্ট হতে থাকে দুঃখ শুধুই বাড়ে।
কি অদ্ভুত শূন্যতায় ডুবিয়ে রাখিস? অনিচ্ছা সত্বেও অপেক্ষা শুধুই আজকাল দুরত্ব বাড়ায়।
Post a Comment