কবিতা- ওরা মানেনা | মাহমুদুল হাসান লকিতুল্লাহ্


 
ওরা মানেনা
মাহমুদুল হাসান লকিতুল্লাহ্

কে বলে ওরা মুসলমান ?
মুসলমান তো তারা
যারা আমিত্ব বিনাশের শুদ্ধিস্থানে 
আল্লাহতে করেছে পরিপূর্ণ আত্মসমর্পণ।

ওরা যেন বিষধর সাপ
ওরা পাল্টাতে চায় কোরআন
ছোবল করে ঈমানের উপর
ওরা মানেনা কোরআনের জীবন বিধান।

ওরা আঘাত হেনেছে কলেমার উপর
যে কলেমা মুমিনদের বিশ্বাস ও ঈমান 
সকাল বিকাল ওরা বোল পাল্টায়
ওরা আবার বলতে পারে শিরক আযান।

ওরা ফেতনা ছড়ায় বেদাতি বলে
অথচ বুঝেনা নিজেদের দল‌ই যে বেদাত
কোন্ যুগে ছিল আহলে হাদিস সালাফি ?
ওরা মানতে চায়না আহলে বায়াত।

এদেশে যাদের উসিলায় পেয়েছি ধর্ম
তাঁদের বিরুদ্ধে করে অপপ্রচার অপকর্ম
ওরা ফেতনা ছড়ানো মানব ইবলিশ
বুঝেনা খোদার মিলানেওয়ালা ওলীদের শান।

ওরা সাদেকীন নহে
ওদের মসজিদ মাদ্রাসা ঈমান হারানো আখড়া
ওরা কি জানে না আল্লাহ সর্বশক্তিমান
সাদেকীনের সঙ্গে চলা ফরয,খুব সাবধান।

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”