কবিতা- চোখের জলে┃মো. দেলোয়ার হোসেন
চোখের জলে
মো. দেলোয়ার হোসেন
একাত্তরের মার্চের কালো রাত্রিতে
আগুনে পোড়া মানুষের লাশ দেখে
আমি কেঁদেছি !
রিক্সার উপড় আড়াআড়ি পড়ে থাকা
চালকের নিথর দেহ দেখে আমি
কেঁদে আপ্লুত হয়েছি !
জীবনের খোঁজে, যশোর রোড ধরে হাঁটা
ভয়ার্ত শরনার্থী কাফেলায়,
আবালবৃদ্ধবনিতার অবর্ণন কষ্ট দেখে, আমি কত যে কেঁদেছি !
আমার চোখে জমেছিলো
সাত সমুদ্রের জল, বাঁধ ভাঙা জোয়ারে।
আমি ভুলিনি !
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করতে করতে
কচুরিপানার মতো ভাসমান
লাশ দেখে কেঁদেছি !
লাশের উপর শকুনিদের উল্লাসে কেঁদেছি !
আমার চোখের জল ফোঁটায় ফোঁটায় ঝরেছে
ধর্ষিতা মায়ের রক্তাক্ত শরীরে !
পচাত্তরে জাতীর পিতার নির্মম হত্যায়
আমি অকাতরে কেঁদেছি !
জীবানু অস্ত্রের মিথ্যা অপবাদে
ইরাকের জনগণকে হত্যা করতে দেখে
আমি কেঁদেছি !
রাখাইনে রোহিঙ্গাদেরকে বর্বরোচিত হত্যায়
কেঁদেছি অবিরাম !
আমি আজও কাঁদছি !
রাশিয়া ও ইউক্রেনের অসম যুদ্ধে
মানুষ হত্যায় কাঁদছি !
মানবতা পদদলিত হওয়ায়
আমি কাঁদছি !
যুদ্ধ বিধ্বস্ত জেরুজালেম ও গাজায়
অসহায় ফিলিস্তিনির নির্বিচার হত্যায়
চোঁখের জল ধরে রাখতে পারি না !
পবিত্র রমজানে আজ যারা গৃহচ্যুত,
যারা বুভুক্ষু খাদ্যহীন,
যাদের চোখের জল শুকিয়ে যায়
তপ্ত মরুর বালিয়াড়িতে
আমি তাদের জন্য কাঁদছি !
আমার মতো অগণন মানুষের চোখের জলে
একদিন আরেকটি সাগরের জন্ম হবে,
তোমরা দেখে নিও।
নতুন জন্ম নেয়া সাগরে উঠবে প্রবল ঢেউ।
দূরন্ত ঊর্মীমালায় নিশ্চিত ডুবে যাবে
ইয়াহুদীবাদি ইস্রাইল !
চোখের জলে ভেসে যাবে অত্যাচারীর
সম্রাজ্যবাদ !
আগুনে পোড়া মানুষের লাশ দেখে
আমি কেঁদেছি !
রিক্সার উপড় আড়াআড়ি পড়ে থাকা
চালকের নিথর দেহ দেখে আমি
কেঁদে আপ্লুত হয়েছি !
জীবনের খোঁজে, যশোর রোড ধরে হাঁটা
ভয়ার্ত শরনার্থী কাফেলায়,
আবালবৃদ্ধবনিতার অবর্ণন কষ্ট দেখে, আমি কত যে কেঁদেছি !
আমার চোখে জমেছিলো
সাত সমুদ্রের জল, বাঁধ ভাঙা জোয়ারে।
আমি ভুলিনি !
দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করতে করতে
কচুরিপানার মতো ভাসমান
লাশ দেখে কেঁদেছি !
লাশের উপর শকুনিদের উল্লাসে কেঁদেছি !
আমার চোখের জল ফোঁটায় ফোঁটায় ঝরেছে
ধর্ষিতা মায়ের রক্তাক্ত শরীরে !
পচাত্তরে জাতীর পিতার নির্মম হত্যায়
আমি অকাতরে কেঁদেছি !
জীবানু অস্ত্রের মিথ্যা অপবাদে
ইরাকের জনগণকে হত্যা করতে দেখে
আমি কেঁদেছি !
রাখাইনে রোহিঙ্গাদেরকে বর্বরোচিত হত্যায়
কেঁদেছি অবিরাম !
আমি আজও কাঁদছি !
রাশিয়া ও ইউক্রেনের অসম যুদ্ধে
মানুষ হত্যায় কাঁদছি !
মানবতা পদদলিত হওয়ায়
আমি কাঁদছি !
যুদ্ধ বিধ্বস্ত জেরুজালেম ও গাজায়
অসহায় ফিলিস্তিনির নির্বিচার হত্যায়
চোঁখের জল ধরে রাখতে পারি না !
পবিত্র রমজানে আজ যারা গৃহচ্যুত,
যারা বুভুক্ষু খাদ্যহীন,
যাদের চোখের জল শুকিয়ে যায়
তপ্ত মরুর বালিয়াড়িতে
আমি তাদের জন্য কাঁদছি !
আমার মতো অগণন মানুষের চোখের জলে
একদিন আরেকটি সাগরের জন্ম হবে,
তোমরা দেখে নিও।
নতুন জন্ম নেয়া সাগরে উঠবে প্রবল ঢেউ।
দূরন্ত ঊর্মীমালায় নিশ্চিত ডুবে যাবে
ইয়াহুদীবাদি ইস্রাইল !
চোখের জলে ভেসে যাবে অত্যাচারীর
সম্রাজ্যবাদ !
Post a Comment