কবিতা- যবনিকাপাত | শুক্কুর চৌধুরী
যবনিকাপাত
শুক্কুর চৌধুরী
একবার স্পর্শ করো আমার হাত
সংক্রামিত হোক মোহন অভিসম্পাত
স্পর্শময়তায় বুঝে নেব কতটা হলাম শিহরিত
কতকাল আর খুঁজে বেড়াবো ঠিকানা অনিশ্চিত।
বগালেকের কাকচক্ষু জল আবেহায়াত
ভালোবাসায় দেয়নি সাড়া রিজুক জলপ্রপাত,
অর্থহীন আবেগের ফল্গুধারা করে করাঘাত
আনাড়ম্বরে উদযাপিত বিতর্কিত সম্পর্কের মহরত,
অহর্নিশ হীনমন্যতায় করে যায় কালাতিপাত
এতকাল সয়ে গেছি অকারণ অর্থহীন উৎপাত।
জানা ছিল না বন্ধুত্বের সুনিপুণ কসরত
গুটিয়ে নেব যেখানে যত লেনা-দেনার হাত,
শিখে নেব নিজেকে চিনতে পারার ধারাপাত
ভুল মানুষে ভুল সম্পর্কের হোক যবনিকাপাত।
Post a Comment