কবিতা- নিরব নিঝুম রাত┃নূরুল হক খান মাস্টার
নিরব নিঝুম রাত
নূরুল হক খান মাস্টার
নিস্তব্ধতার চাদরে ঢাকা
কুয়াশামাখা নিরব নিঝুম রাত।
গ্রামীণ জনপদে থেমে গেছে জনমানবের কোলাহল,
নিশীথ রাতের ভুতুড়ে পরিবেশ ভেদ করে,
বনবাদাড়ে ডাকছে শেয়াল অকস্মাৎ।
হাড়কাঁপানো পৌষের শীতে, বৃক্ষরাজি তরুলতা,
নিচ্ছে প্রস্তুতি দেহ হতে, ছাড়িয়ে নিতে বুড়োপাতা।
ফোঁটায় ফোঁটায় টিনের চালায়
শিশির ঝরায় গাছের পাতা।
এরই ফাঁকে ফাঁকে শব্দতরঙ্গে ভেসে আসে,
শিশির ভেজা পাখপাখালির সুরের মূর্ছনা।
কর্ণে গোচরীভূত হয়,
শীতার্ত নিরীহ দুঃখি মানুষের হাহাকার করা কান্না।
তবুও সচল জীবনের গতিপথ
শীত গ্রীষ্মে বাঁধা মানেনা।
তাঁরই কৃপা লাভের আশে
সবার তরে ছড়িয়ে দিলাম
হিমশীতল রজনীর হিমেল হাওয়ায়।
কুয়াশামাখা নিরব নিঝুম রাত।
গ্রামীণ জনপদে থেমে গেছে জনমানবের কোলাহল,
নিশীথ রাতের ভুতুড়ে পরিবেশ ভেদ করে,
বনবাদাড়ে ডাকছে শেয়াল অকস্মাৎ।
হাড়কাঁপানো পৌষের শীতে, বৃক্ষরাজি তরুলতা,
নিচ্ছে প্রস্তুতি দেহ হতে, ছাড়িয়ে নিতে বুড়োপাতা।
ফোঁটায় ফোঁটায় টিনের চালায়
শিশির ঝরায় গাছের পাতা।
এরই ফাঁকে ফাঁকে শব্দতরঙ্গে ভেসে আসে,
শিশির ভেজা পাখপাখালির সুরের মূর্ছনা।
কর্ণে গোচরীভূত হয়,
শীতার্ত নিরীহ দুঃখি মানুষের হাহাকার করা কান্না।
তবুও সচল জীবনের গতিপথ
শীত গ্রীষ্মে বাঁধা মানেনা।
তাঁরই কৃপা লাভের আশে
সবার তরে ছড়িয়ে দিলাম
হিমশীতল রজনীর হিমেল হাওয়ায়।
Post a Comment