কবিতা- বৈরিতা | আব্দুছ ছালাম চৌধুরী
বৈরিতা
আব্দুছ ছালাম চৌধুরী
দুষ্টের বৈরিতা আর বিরামহীন কর্মযজ্ঞে, অস্থির,
কূল ঘেঁষে চাকচিক্যের অনিষ্টে কেনো সে অধীর?
তন্দ্রা হারা কোন্ সে মন্তরে?
কেনো ব্যত্যয়! পদে পদে?
কোন্ সে অলক্ষুণে লিপিবদ্ধ হলো—তার জন্মতিথি?
অহমিকা প্রকাশে দিনে দিনে বোধের হচ্ছে বিলীন!
সক্ষমতা যেনো চুপিসারে জানান দিচ্ছে আগামীর পথ পরিক্রমায়—
এমন অবক্ষয়ে রীতিমতো হয়রান!
বৈপরীত্যের সম্পাদনা সম্পূরক সংজ্ঞা, নীতিচ্যুত;
তার এবং তারই সহচরের বৈরীভাব প্রকাশ্য বিদ্যমান।
দ্বীনতা- প্রশ্নবিদ্ধ, দৈন্যতা দুয়ারে!
ভ্রান্ত আলপনা পিছু পিছু হাঁটছে!
এতোদ্বয়—
বিস্মৃতির আয়না, চোখের অগ্রভাগে চেপে বসেছে।
এহেন জবাব নহে—
অপরাধ বোধের শ্লোগান এবং জীবন বোধের বৈরিতা স্পষ্ট হোক;
এমন বৈরিতা, বিরামহীন গতি আর আকাঙ্ক্ষার অভিলাষ হিংসুটে
তার —হীনমন্যতা- হৃদ্যতায় গেঁথে রইলো—
সাক্ষী থাক্ দুষ্টের বৈরিতা আর বিরামহীন কর্মযজ্ঞ।
Post a Comment