কবিতা- পারাপারের গল্প | কূজন চৌধুরী
পারাপারের গল্প
কূজন চৌধুরী
দুখের দুয়ারে ভেড়ালে তরী
আহা! বন্ধু আমি যে লাজে মরি
ঠোঁট তাই রেঙ্গেছে রক্তিম আবীরে
মন তাই ওঠে নেচে আহারে
কতোদিন পরে দেখবো তোমারে
সে খুশীতে হারাই আপনারে ।
গেলো কতো শরৎ বসন্ত বাহার
সময়ের সাথে লুকোচুরি কতো আর
দিয়েছি আজ সব দ্বার খুলে
ভেরাবে নাও আজ এই কূলে
অন্ধ আবেগে মুগ্ধ পরাণ
নিয়ে এলো জীবনে নতুন সোপান ।
ভেঙ্গে গেলো মনের কারাগার
আলপনা চারিদিকে এবার
খুনসুটি হবে অপার
লিলাময় হবে চারিধার
শৃঙ্খল ছেঁড়ে পাখী উড়বে আবার
তুমি আমি হবো একাকার
বাতাস বাজাবে বাঁশী
কোলে তুলে নেবে শষী
স্নিগ্ধ মন গলে যাবে এবার
তুমি আমি হবো পারাপার ।।
Post a Comment