কবিতা- মুক্তির অন্বেষণ | গোলাম সরোয়ার খান
মুক্তির আন্বেষণ
গোলাম সরোয়ার খান
আমি আমার মতো
আমার যা কিছুই আছে
তাতেই আমি গর্বিত,
আমি হতেও চাইনা
তাদের মতো অতো ধূর্ত
অন্যের দ্বারা নিজে প্রতারিত।
আমি ভুগিনা অসন্তষ্টিতে
জ্বলিনা অন্যের ভালোতে।
জানিনা হিংসা বিদ্বেষ করতে
ছলচাতুরীর আশ্রয় নিয়ে
মিথ্যা ছলনা করে অন্যের
ক্ষতি করতে!
আমার যা কিছুই আছে
তাতেই আমি গর্বিত,
আমি হতেও চাইনা
তাদের মতো অতো ধূর্ত
অন্যের দ্বারা নিজে প্রতারিত।
আমি ভুগিনা অসন্তষ্টিতে
জ্বলিনা অন্যের ভালোতে।
জানিনা হিংসা বিদ্বেষ করতে
ছলচাতুরীর আশ্রয় নিয়ে
মিথ্যা ছলনা করে অন্যের
ক্ষতি করতে!
আমি সৃষ্টিকে ভালোবেসে
পেতে চাই স্রষ্টার সান্যিধ্য,
সংসারের দ্বায়ীত্ব পালন শেষে
থাকতে চাই স্রষ্টার ধ্যানে মগ্ন
ইহোজগতের পংকিলতা পিষে
করতে চাই সেই অনন্ত কালের
পরোজনমের মুক্তির অন্বেষণ।
Post a Comment