কবিতা- বিমূর্ত সময় | হাই চৌধুরী

 


বিমূর্ত সময়
হাই চৌধুরী

কোলাহল যত আজ থেমে যাক,
নীরবতার গহীন আঁধারে মুড়ে দাও 
আমারই চারিধার। 
তোমাদের শব্দ দুষণে বিচূর্ণ 
আমার ক্লান্ত হৃদয়, উদ্ভ্রান্ত অসহায়,
বড় দুঃখ যাতনার।
অন্ধকার করে দাও আমার চারিধার।
আজকাল সবুজকে ধূসর মনে হয়,
ফুলের সুবাসে ধরেছে পচন,দুর্গন্ধে
ভরেছে নিকট বন।
পাখিরা আজ সকলে সেচ্ছায় নির্বাসিত,
জলশূণ্য নদী নীরব কাতর,
নাহি জাগে কলতান।
ফুলের সুবাসহীন দুর্গন্ধে দগ্ধ বন।
বিমর্ষ আকাশ বড়ো মনমরা,
পরিশ্রান্ত সূর্যটা কেমন উত্তাপহীন,
ক্ষণটাই বেদনার।
নিঃশেষ আজ প্রাণের চঞ্চলতা
উদাস বেলায় ক্ষুব্ধ ভাবনা পরবাসী,
ফিরিবে না তারা আর।
অন্ধকারে মুড়ে দাও আমার চারিধার। 

No comments

“কবিতা পাঠের পর কমেন্টে আপনার অনুূভূতি প্রকাশ করুন”