কবিতা- সময়ের জয় গান | এস. এ. তালুকদার
সময়ের জয় গান
এস.এ. তালুকদার
অক্ষম অবনীর অস্তিত্বের আল্পনা সময়ের শরীরে
চির অমরত্ব লাভে পরাক্রমশালী সময়
ধরণীকে দুমড়ে মুচড়ে ভেঙে চূরে সাজিয়ে নেয়
নিজের অভিলাষী খেয়ালে ___
কখনো হাতে তার বরণীয় মাল্যগুচ্ছ
কখনো সে তান্ডবে বেশামাল বেহুশ মাতাল
সব করে তুচ্ছ,
জাগতিক রীতিনীতি কিছু সে মানেনা
ভাঙনের খেলায় মত্য হলে
থামতে সে জানেনা___
ঢালে বারি সুধাময়ী সুশোভিত ধরণী
তপ্ত মরুভূমি অগ্নিসম,
মাঘীপূর্ণিমায় বারি বর্ষণে কিষাণীর উল্যাস
চৈত্রের খরতাপ বৈশাখী ঝরে
বুকে তার দীর্ঘশ্বাস ___
কখনো নির্দয় শত্রুর মত বুক মাঝে একে দেয়
যন্ত্রণার দগদগে ক্ষত,
টর্নেডো সুনামি কেড়ে নেয় কত প্রাণ
অবনীর পরাজয় সময়ের জয়গান__
Post a Comment